
রাশিয়া টুডের বরাতে জানানো হয়েছে, হিজবুল্লাহর জনসংযোগ দপ্তর স্পষ্ট জানিয়েছে যে, দলের কোনো উপস্থিতি বা কার্যক্রম সিরিয়ার ভেতরে নেই।
হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরও বলেছে, তারা সিরিয়ার জনগণের সম্পূর্ণ স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার পক্ষে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
এই প্রতিক্রিয়া আসে তখন, যখন সিরিয়ার রিফ দামেস্ক প্রদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডার আহমদ দালালাতি দাবি করেন, হিজবুল্লাহ-সংশ্লিষ্ট এক সন্ত্রাসী গোষ্ঠীকে আটক করা হয়েছে, যারা সিরিয়ার ভেতরে হামলার পরিকল্পনা করছিল।
এছাড়া, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, ওই ফুটেজে ধরা পড়েছে দামেস্কের পশ্চিম উপকণ্ঠে গ্রেপ্তার হওয়া সেই গোষ্ঠীর সদস্যদের চিত্র। 4304536#