IQNA

আজ ভোর থেকে গাজায় ৭০ ফিলিস্তিনি শহীদ

13:16 - September 13, 2025
সংবাদ: 3478059
ইকনা- আজ শনিবার ভোর থেকে গাজার শেখ রিজওয়ান এবং জাবালিয়া আল-নাজলাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
কনা আল-কুদস আল-আরাবির বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সূত্রগুলো খবর দিয়েছে যে যুদ্ধবিমানগুলো গাজা শহরে স্কুল, জরুরি আশ্রয় শিবির এবং আবাসিক বাড়িতে ১৮টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।
এই সূত্রগুলো অনুসারে, বোমা হামলার আগে কিছু ভবন খালি করার সতর্কতা জারি করা হয়েছিল।
গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে, বেশ কয়েকটি আবাসিক বাড়ি এবং একটি স্কুল, যা বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ছিল, যুদ্ধবিমানের লক্ষ্যবস্তু হয়েছিল। এছাড়াও, কোনো নিরাপদ আশ্রয়স্থল না থাকায়, আজ সকাল থেকে ১৬টি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে, যার ফলে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়ে রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
স্থানীয় সূত্রগুলো অনুসারে, গাজা শহরের শত শত বাসিন্দা গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি অঞ্চলের দিকে পালিয়েছে। তবে, কিছু পরিবার দক্ষিণে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে অনিরাপদ এলাকায় ফিরে আসতে বাধ্য হয়েছে।
ইসরায়েলি বাহিনী বিস্ফোরক ব্যবহার করে শেখ রিজওয়ান এলাকার পূর্বে বেশ কয়েকটি বাড়ি এবং আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। 4304680#
 
captcha