IQNA

গাজায় যুদ্ধের মধ্যেও ১২ বছরের ফিলিস্তিনি শিশু সম্পূর্ণ কোরআনের হাফেজ

11:16 - September 14, 2025
সংবাদ: 3478064
ইকনা- গাজায় চলমান যুদ্ধ ও বোমাবর্ষণের মধ্যেও ১২ বছরের ফিলিস্তিনি শিশু আল-বারা সম্পূর্ণ কোরআন হিফজ করতে সক্ষম হয়েছে।

আল-ওয়াতানের বরাতে জানা গেছে, একের পর এক বিস্ফোরণ, যুদ্ধবিমানগুলোর গর্জন এবং গাজা উপত্যকা খালি করার নির্দেশের মধ্যেও সে পবিত্র কোরআন হিফজ শেষ করেছে।

আল-বারা যখন ধ্বংসস্তূপ, গণহত্যা ও যুদ্ধে জর্জরিত অবস্থায় কোরআন হিফজ সম্পন্ন করে, তখন আনন্দ ও গর্বে তার হৃদয় ভরে ওঠে।

তার বাবা গত বছর শহীদ হয়েছেন। এ সময়ে সে বহুবার ঘরছাড়া হয়েছে এবং বর্তমানে এমন স্থানে বসবাস করছে যেখানে ন্যূনতম মৌলিক সুযোগ-সুবিধাও নেই।

তার চাচা ইনস্টাগ্রামে জানিয়েছেন, আল-বারা তার কাজিন আহমদ-কেও হারিয়েছে, যে সমবয়সী ছিল এবং কোরআন হিফজের প্রতিযোগিতায় তার সঙ্গী ছিল।

আল-বারা, শহীদ বাবাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, কোরআন হিফজ সম্পন্ন করেছে। হিফজ শেষ করার পর সে সূরা বাক্কারার শেষের আয়াতগুলো তিলাওয়াত করেছে তার ফুফু নূরুল হুদার সামনে, যিনি গত বছর নিজের সন্তানদের হারিয়েছেন। এরপর সে সূরা ফাতিহা তিলাওয়াত করেছে তার মা হিবতুল্লাহর জন্য, যিনি সন্তানের এই সাফল্যে আনন্দ ও গর্বে অশ্রু ধরে রাখতে পারেননি।

সম্পূর্ণ কোরআন হিফজ শেষে আল-বারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ব্যবহারকারীরা আবেগঘন মন্তব্য করেন। তাদের মধ্যে কেউ লিখেছেন:আল্লাহ এই হাফেজের মাধ্যমে উম্মাহকে কল্যাণ দান করুন, তাকে তার মায়ের চোখের শীতলতা ও আনন্দের কারণ বানান এবং উত্তম কোরআনের বাহক করুন।

আবার কেউ লিখেছেন: হে গাজার মানুষ, তোমরা কত পবিত্র! তোমরা উম্মাহর জন্য দৃষ্টান্ত। আল-বারা, আল্লাহ তোমাকে সফল ও হেফাজত করুন।” 4304742#

 

captcha