
ইকনা'র সঙ্গে একান্ত আলাপচারিতায়, তেহরানে অনুষ্ঠিত ৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনের ফাঁকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পবিত্র নবী মুহাম্মদ (সা.)-এর জন্মের দেড় হাজারতম বর্ষপূর্তির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “রাসূলের (সা.) জন্মবার্ষিকী নিজেই ইসলামী ঐক্যের এক বাস্তব পথ, এ বিষয়ে সবাই একমত।”
আল-আলূসি আরও বলেন, “রাসূলের (সা.) জন্মের কল্যাণেই এই উম্মাহর সৃষ্টি হয়েছে এবং তা এখনো তার পথ অব্যাহত রেখেছে। আজ যখন আমরা নবী করীমের জন্মের ১৫০০তম বর্ষপূর্তি পালন করছি, তখন উম্মাহকে এই সুযোগ থেকে শিক্ষা নিতে হবে এবং ঐক্যের জন্য এটি কাজে লাগাতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “আজ ইসলামী উম্মাহ ভয়াবহ হুমকির মুখে এবং শত্রুরা সর্বদিক থেকে ষড়যন্ত্র করছে। গাজা ও ফিলিস্তিনের ঘটনাপ্রবাহ মুসলমানদের ঐক্যের দাবি জানাচ্ছে। তাই বর্তমান বিপজ্জনক পরিস্থিতিতে ইসলামী ঐক্য একটি অনিবার্য প্রয়োজন।”
প্রশ্নের জবাবে, কীভাবে রাসূলুল্লাহর (সা.) জীবনধারা পুনঃপাঠ করা এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করা সম্ভব—তিনি বলেন: “রাসূলের (সা.) সীরাত মানবগঠনমূলক। তিনি প্রেরিত হয়েছেন মানুষকে প্রকৃত মানবতার দিকে ফিরিয়ে আনার জন্য। সুতরাং নবীর এই মহিমান্বিত জন্মবার্ষিকীর প্রেক্ষাপটে উম্মাহকে তাঁর সীরাত পুনরায় অধ্যয়ন করতে হবে এবং মানবিক পরিপূর্ণতার মডেল হিসেবে তা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে।”
সংযুক্ত ভিডিওতে বিস্তারিত বক্তব্য পাওয়া যাবে।
4305036#