IQNA

প্রতিটি জাহাজ ফিলিস্তিন মুক্তির জন্য একেকটি ফরিয়াদ: নেটিজেনদের মন্তব্য

15:19 - September 25, 2025
সংবাদ: 3478126
ইকনা- সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীরা "সুমুদ" নৌবহরকে মানবীয় মর্যাদার জাহাজ বলে অভিহিত করেছেন।
প্রতিটি জাহাজ ফিলিস্তিন মুক্তির জন্য একেকটি ফরিয়াদ: নেটিজেনদের মন্তব্যফ্লোটিলা গ্লোবাল সুমুদ'র পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, ৪০টিরও বেশি জাহাজ মানবিক সহায়তা নিয়ে গাজার পথে রয়েছে; এটি একটি ঐতিহাসিক উদ্যোগ যার লক্ষ্য হচ্ছে ইসরায়েলের অবরোধ ভাঙা এবং ২৪ ফিলিস্তিনির কাছে সহায়তা পৌঁছে দেওয়া। এদিকে, বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে, ভূমধ্যসাগরে সুমুদ নৌবহরের ওপর ড্রোন হামলা করা হয়েছে।
 
এই ঘটনার পর বিভিন্ন মহল ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে এবং সুমুদ নৌবহরের প্রতি সমর্থন ঘোষণা করেছে। সামাজিক মাধ্যম এক্স–এ প্রকাশিত বিভিন্ন পোস্টে এই মাধ্যমের ব্যবহারকারীরা সুমুদ নৌবহরকে মানবিক মর্যাদার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।
 
এই প্রসঙ্গে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আলি বাহাদুরি জাহরোমি লিখেছেন, ফ্লোটিলা গ্লোবাল সুমুদ প্রমাণ করেছে মানুষ চাইলে যেকোনো পরিস্থিতিতে কিছু একটা করতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)-কে উদ্ধৃত করে তিনি লিখেছেন, প্রত্যেক মুসলমান এক বালতি করে পানি ঢাললেও ইসরায়েল ভেসে যাবে। আমরা যতটুকু পারি নিপীড়িতদের সমর্থন করব এবং জালিম শত্রুর বিরুদ্ধে পদক্ষেপ নেব।
 
আরেক "এক্স" ব্যবহারকারী ইউসুফ আল খাজা সুমুদ নৌবহরকে "স্ট্যামিনা নৌবহর" বলে বর্ণনা করে বলেছেন: "সুমুদ নৌবহরের ওপর ড্রোন হামলা মেনে নেওয়া যায় না। তারা এর মাধ্যমে আমাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এখন আর নীরব থাকা চলবে না।"
 
সারা রদাইওয়ী বলেছেন: "সুমুদ জাহাজ বহরের যাত্রীরা আমাদের মানব জাতির মর্যাদা রক্ষা করছেন, এই পৃথিবী নামক গ্রহে তারা মানবতার পরিচয় দিচ্ছেন।"
 
তাবিশ রহমান নামের একজন অ্যাকটিভিস্ট সুমুদ কনভয়ের সদস্যদের উদ্দেশে বলেছেন: "ড্রোন, বোমা ও ঝড়কে বুকে নিয়ে সাহসের সাথে এগিয়ে যাও গাজার দিকে—তোমরা আশার জন্য, জীবনের জন্য কাজ করে যাচ্ছ, তোমরা থেমো না। প্রতিটি জাহাজ ফিলিস্তিনের জন্য স্বাধীনতার প্রতীক। আপনাদের সাহসের প্রশংসা করে শেষ করা যাবে না।"#পার্সটুডে
captcha