IQNA

আয়াতুল্লাহ সিস্তানির প্রতি সমবেদনা জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

20:05 - October 02, 2025
সংবাদ: 3478171
ইকনা- ইরাকের শিয়া মুসলমানদের সর্বোচ্চ মারজাআ আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর এক বিবৃতির মাধ্যমে তাঁর স্ত্রী মৃত্যুর পর সমবেদনা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইকনা সূত্রে ইরাকি গণমাধ্যম জানিয়েছে, আয়াতুল্লাহ সিস্তানি এক বিবৃতিতে যারা তাঁর স্ত্রীর জানাজা ও দাফনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কিংবা সমবেদনা বার্তা পাঠিয়েছেন তাঁদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

নজফে অবস্থিত আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আন্তরিক আবেগ প্রকাশকারী ও এ শোকের সময় পরিবারের পাশে থাকা সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, দেশি-বিদেশি যারা জানাজা ও তাজিয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সমবেদনা বার্তা পাঠিয়েছেন কিংবা লিখিত ও প্রচারমাধ্যমে বিবৃতি প্রকাশ করেছেনতাঁদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

এছাড়াও আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে মারজাআ আলাম, আলেম-ওলামা, হাওযার তালেবে ইলম, কওমি নেতৃবৃন্দ, সরকারি দায়িত্বশীল ব্যক্তি, ধর্মীয় ও সামাজিক কর্মীদের প্রতিযারা এ কঠিন সময়ে সহমর্মিতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

বিবৃতিতে দোয়া করা হয়েছে, মহান আল্লাহ যেন সকলকে অকল্যাণ ও বিপদ থেকে রক্ষা করেন এবং তাঁদের প্রিয়জনদের কোনো ক্ষতি না হয়। 4308278#

captcha