IQNA

কুরআনের দৃষ্টিতে গুজব ও যাচাইয়ের গুরুত্ব

20:42 - November 13, 2025
সংবাদ: 3478424
ইকনা- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ ﴿۶﴾ আল্লাহ তাআলা বলেন: “হে মুমিনগণ! যদি কোনো ফাসেক (অবিশ্বস্ত ব্যক্তি) তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করো—অন্যথায় অজ্ঞতার কারণে তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতি করতে পারো, এবং পরে যা করেছো তার জন্য অনুতপ্ত হতে পারো।”

এই আয়াতে মুমিনদের সতর্ক করা হয়েছে যেন তারা যাচাই ছাড়া কোনো সংবাদে বিশ্বাস না করে বা তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত না নেয়। আল্লাহ তাআলা গুজব ও অপপ্রচারের ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করেছেন—অবিশ্বস্ত বা পক্ষপাতদুষ্ট ব্যক্তির প্রচারিত তথ্যের ওপর ভরসা করলে তা অন্যদের প্রতি অন্যায়, ক্ষতি ও সামাজিক বিভাজনের কারণ হতে পারে।
আয়াতটি সমাজে দায়িত্বশীল তথ্যপ্রচারের নৈতিকতা শেখায় এবং জানিয়ে দেয়—অসত্য বা যাচাইবিহীন সংবাদ প্রচার শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিকভাবে মুসলিম সমাজের জন্যও ক্ষতিকর হতে পারে।
সূত্র: সূরা হুজুরাত, আয়াত ৬
 
captcha