
ব্ল্যাকলক’স রিপোর্টারের বরাতে ইকনা নিউজ জানিয়েছে, অটোয়ার তথ্যপ্রযুক্তি বিভাগসহ বিভিন্ন সরকারি অফিসে কর্মীদের কাছে ইমেইল পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে: “রমজানে যারা রোজা রাখেন, তাদের সামনে কফি-চা বা খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। এটি তাদের জন্য অস্বস্তিকর হতে পারে।”
ইমেইলে আরও বলা হয়েছে: সকাল খুব ভোরে ও বিকেল দেরিতে মিটিং না রাখা, সেহরি ও ইফতারের সময় বিবেচনা করা এবং দুপুরের খাবারের আয়োজন বা কফি ব্রেক না দেওয়া।
এই নির্দেশনার কারণ: কানাডার সরকারি কর্মীদের মধ্যে ১০০-র বেশি মুসলিম রয়েছেন। অনেকে অভিযোগ করেছেন, অন্যান্য ধর্মীয় ও সামাজিক ইস্যুতে যেভাবে সমর্থন দেওয়া হয়, তাদের ধর্মীয় পরিচয়ের প্রতি তেমন সমর্থন দেখানো হয় না। বিশেষ করে বর্তমানে ইসলামবিদ্বেষ ও ফিলিস্তিন-বিরোধী মনোভাব বাড়ছে।
ফেডারেল মুসলিম কর্মচারী নেটওয়ার্কের “রমজান ২০২৫-এর শুরুতে” শিরোনামের স্মারকে বলা হয়েছে: “রমজান মুসলমানদের জন্য পবিত্র মাস। এ সময় আমাদের ধর্মীয় অধিকার ও অনুভূতির প্রতি আরও সংবেদনশীল হওয়া উচিত।” 4321622#