IQNA

প্রথম বিশ্ব ইমাম খোমেইনী (রহ.) পুরস্কারের বিজয়ীদের পরিচয়

8:22 - December 20, 2025
সংবাদ: 3478636
ইকনা- ইরানের আয়াতুল্লাহিল উজমা আব্দুল্লাহ জাওয়াদি আমোলি তাত্ত্বিক ক্ষেত্রে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং ইয়েমেনের আব্দুল মালিক হুসি ব্যবহারিক ক্ষেত্রে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে প্রথম বিশ্ব ইমাম খোমেইনী (রহ.) পুরস্কারের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী নির্বাচিত হয়েছেন।

ইকনা জানায়, ইরানের রাষ্ট্রপতির উপস্থিতিতে তেহরানের সামিট হলে অনুষ্ঠিত এই আয়োজনে ইমাম খোমেইনী (রহ.)-এর চিন্তাধারা অধ্যয়নকারী চিন্তাবিদ বিশেষজ্ঞদেরও সম্মাননা দেওয়া হয়েছে।

বাহরাইনের আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমকে ন্যায়পরায়ণতা, স্বাধীনতাকামিতা এবং মানুষের মর্যাদা রক্ষার ক্ষেত্রে প্রশংসিত করা হয়েছে।

নাইজেরিয়ার হুজ্জাতুল ইসলাম ইব্রাহিম যাকযাকিকে জনকেন্দ্রিকতা এবং নিপীড়িত-বঞ্চিতদের সেবার ক্ষেত্রে সম্মাননা দেওয়া হয়েছে।

লেবাননের শেখ গাজি হানিনাহকে মাজহাবী সম্প্রীতি প্রচার, ভ্রাতৃত্বের চেতনা ছড়ানো এবং অন্য ধর্মের সাথে সহাবস্থানের ক্ষেত্রে প্রশংসিত করা হয়েছে।

আলজেরিয়ার রশিদ বিন ঈসাকে ইমাম (রহ.)-এর বয়ান প্রচারের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

নৈতিকতা, ইরফান এবং তাওহিদী আধ্যাত্মিকতা প্রচারের ক্ষেত্রে বসনিয়া হার্জেগোভিনার মুবিনা মোকের এবং ইরানের সাইয়্যেদা ফাতিমা তাবাতাবায়ীকে সম্মাননা দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার মুহাম্মদ আজমি আব্দুল হামিদকে সাম্রাজ্যবাদবিরোধিতা, প্রতিরোধ এবং সিওনিবাদ জাতিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে প্রশংসিত করা হয়েছে।

থাইল্যান্ডের আব্দুল্লাহ মানাজিতকে ইসলামী অগ্রগতি নতুন সভ্যতার বয়ান প্রচার ব্যাখ্যার জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

রাশিয়ার সের্গেই বাবুরিনকে ন্যায়ভিত্তিক শান্তি সম্মিলিত নিরাপত্তা প্রচারের জন্য প্রশংসিত করা হয়েছে।

ইরানের হুজ্জাতুল ইসলাম মাহদি মাহরিজিকে সমাজে নারীর ভূমিকা উন্নয়ন এবং পরিবারকেন্দ্রিক বয়ান প্রচারের ক্ষেত্রে সম্মাননা দেওয়া হয়েছে।

ইরাকের সাইয়্যেদ মুহাম্মদ সাদিক আল-হাশিমি এবং ভারতের হুজ্জাতুল ইসলাম মাওলানা কলব জাওয়াদ নকভীকে ইমাম ইসলামী বিপ্লবের চিন্তাধারা প্রচারের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

ইরানের ইয়াহইয়া ফাউজিকে ইসলামী অগ্রগতি নতুন সভ্যতার বয়ান প্রচার ব্যাখ্যার জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

লেবাননের আল-মানার নেটওয়ার্কের প্রতিনিধি ইব্রাহিম ফারহাত মিডিয়া বিভাগে পুরস্কার লাভ করেছেন।

ইন্দোনেশিয়ার শহিদ মুতাহহারি ফাউন্ডেশনের প্রতিনিধি মিফতাহ ফাউজি রাহমাত, ভারতের কারগিল ইমাম খোমেইনী (রহ.) ইনস্টিটিউটের প্রতিনিধি আলী আসগার করবালাই এবং তুরস্কের হুজ্জাতুল ইসলাম আব্বাস কাজমি (কাওসার প্রকাশনা ইনস্টিটিউটের প্রতিনিধি) প্রতিষ্ঠান ফাউন্ডেশন বিভাগে সম্মাননা লাভ করেছেন।

ইসলামী সংস্কৃতি যোগাযোগ সংস্থার উদ্যোগে ১৭ ডিসেম্বর তেহরানের সামিট হলে প্রথম বিশ্ব ইমাম খোমেইনী (রহ.) পুরস্কারের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 4323612#

captcha