IQNA

নাইজেরিয়ায় মসজিদে বিস্ফোরণ: ৭ নিহত, ডজনখানেক আহত + ভিডিও

7:04 - December 25, 2025
সংবাদ: 3478666
ইকনা- নাইজেরিয়ার মাইদুগুরি শহরের একটি মসজিদে মাগরিবের নামাজের সময় সন্ত্রাসী বিস্ফোরণে এখন পর্যন্ত ৭ জন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন।

রয়টার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইকনা জানায়, নাইজেরিয়ার মাইদুগুরি শহরের গম্বুরু মার্কেট এলাকায় অবস্থিত একটি মসজিদে মাগরিবের নামাজের সময় সন্ত্রাসী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিস্ফোরণটি ঘটেযখন মসজিদটি নামাজ আদায়কারী, ব্যবসায়ী এবং গম্বুরু মার্কেটের ক্রেতা-বিক্রেতায় পরিপূর্ণ ছিল।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি মসজিদের ভেতরে হাতে তৈরি বিস্ফোরক দিয়ে ঘটানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম ৭ জনের মৃত্যুর খবর দিলেও কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি।

কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি, তবে বিশ্লেষকরা এটিকে বোকো হারাম বা আফ্রিকায় আইএসআইএস-এর শাখার সাথে যুক্ত বলে মনে করছেন। মাইদুগুরি বোকো হারামের জন্মস্থান এবং ২০০৯ সাল থেকে এই গোষ্ঠীর রক্তক্ষয়ী বিদ্রোহের কেন্দ্রস্থল, যাতে হাজার হাজার মানুষ নিহত ও লক্ষাধিক বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শহরটি তুলনামূলক শান্ত ছিল এবং এই বিস্ফোরণ দীর্ঘদিন পর শহরের অভ্যন্তরে ঘটে যাওয়া প্রথম বড় ধরনের হামলা।

বোর্নো রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের পর ভয়াবহ আতঙ্ক ও বিশৃঙ্খলার কথা জানিয়েছেন।

ভিডিও: বিস্ফোরণের মুহূর্ত ও পরবর্তী পরিস্থিতি

(সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত এবং মসজিদ ও আশপাশের বাজারে পরবর্তী অবস্থা দেখা যাচ্ছে।)

একই দিনে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে ২৮ মুসলিম যাত্রীকে অপহরণ

এর কয়েক ঘণ্টা আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অস্ত্রধারীরা একটি বাসে থাকা ২৮ জন মুসলিম যাত্রীকে অপহরণ করেছে। এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে চলমান অপহরণের সর্বশেষ ঘটনা।

পুলিশের বিবৃতি অনুযায়ী, নারী-শিশুসহ এই যাত্রীরা রোববার রাতে প্ল্যাটো রাজ্যের ওয়াসে এলাকার গাজি গ্রামের দিকে যাওয়ার পথে বাসে করে যাচ্ছিলেন, তখনই তারা অস্ত্রধারীদের কমিনের শিকার হন।

এই দুটি ঘটনা একই দিনে ঘটেছে যখন নাইজেরিয়া চরমপন্থী গোষ্ঠী ও সংগঠিত অপহরণের হুমকির মুখোমুখি রয়েছে। 4324919#

 

captcha