হযরত ইয়াকুব(আ.) সর্বদা হযরত ইউসুফের জন্য কাদতেন। সাবাই তাকে উপহাস করত এবং বলত আর কত কাদবেন। তিনি জবাবে বলতেন: «إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَ؛ আমি ই্উসুফের সুগন্ধ পাচ্ছি। এভাবে তিনি তার সন্তানরেদ কাছেও অনেক কথা শূনেছেন। সুতরাং আমরা যদি ইমাম মাহদীর প্রকৃত অনুসারী হই তাহলে তার জন্য আমাদেরকেও অনেক ঘাত প্রতিঘাত সইতে হবে।
সংবাদ: 2603195 প্রকাশের তারিখ : 2017/06/02