তেহরান (ইকনা)- পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় দেশটির নৌবাহিনীর একটি লজিস্টিক জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। এর ফলে ১৯ জন নৌসেনা শহীদ ও ১৫ জন আহত হয়েছে। গতকাল (রোববার) জাস্ক ও চবাহর বন্দরের কাছাকাছি এলাকায় নৌ বাহিনীর প্রশিক্ষণ তৎপরতা চলার সময় ওই দুর্ঘটনা ঘটে।
সংবাদ: 2610763 প্রকাশের তারিখ : 2020/05/11