তেহরান (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লুয়েডের ছেলে কুইনি মেসন ফ্লয়েড বাবা হত্যার সুবিচার চেয়েছেন।তিনি বুধবার বাবাকে হত্যার সেই স্থান পরিদর্শন করে জানান, তার বাবার সুবিচার প্রাপ্তির জন্য যুক্তরাষ্ট্র জুড়ে যা হচ্ছে, তাতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
সংবাদ: 2610905 প্রকাশের তারিখ : 2020/06/04