তেহরান (ইকনা): চীনের বিরুদ্ধে যেন অভি'যোগের শেষ নেই। এবার দেশের গির্জাগুলোতে অদ্ভুত নির্দেশনা দিয়েছে চীন। নিজ দেশের নির্দিষ্ট কয়েকটি প্রদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জার  ক্রশ গুলিকে ভেঙে ফেলতে নির্দেশনা দিয়েছে চীন। শুধু গির্জাতেই নয় বাড়িতে যিশুর কোনো ছবি রাখতে পারবেন না বলেও জানিয়েছেন। তবে যিশুর ছবি সরিয়ে সেখানে চীনের কমিউনিস্ট নেতাদের ছবি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদন।
                সংবাদ: 2611192               প্রকাশের তারিখ            : 2020/07/23