তেহরান (ইকনা): দক্ষিণ লেবানন সীমান্তে ফসফরাস বোমাবর্ষণ করেছে ইসরাইল। লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার শেষ বেলায় ইসরাইলি বাহিনী সীমান্তবতী হুলা এবং মেইস আল-জাবাল শহরে কয়েক ডজন বোমাবর্ষণ করে।
সংবাদ: 2611381 প্রকাশের তারিখ : 2020/08/26