তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের চু'ক্তির পর দেশ দুটির মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। এবার ইসরাইলে নিজেদের দূতাবাস স্থাপন করার জন্য সরকারিভাবে অনুরোধ জানিয়েছে আমিরাত। মঙ্গলবার আমিরাতের উচ্চ প্রতিনিধি দল ইসরাইল সফরে যায়।
                সংবাদ: 2611666               প্রকাশের তারিখ            : 2020/10/20