তেহরান (ইকনা): সুলতান দ্বিতীয় সেলিমের সম্মান স্মারক ও মসজিদ স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন সেলিমিয়া মসজিদ। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থাপনার মধ্যে সেলিমিয়া মসজিদ শুধু ওসমানীয় স্থাপত্য নৈপণ্যে অনন্য নয়, বরং বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠত্বের দাবিদার এবং মসজিদ নির্মাণ কৌশলের ধারায় সুউচ্চ স্থান দখল করে দাঁড়িয়েছে।
সংবাদ: 3471107 প্রকাশের তারিখ : 2021/12/09