ইসরায়েলি হামলা
তেহরান (ইকনা): দশকের পর দশক। প্রজন্ম থেকে প্রজন্ম। ফিলিস্তিনিরা নিজেদের মাটিতে নিজেরাই পড়ে পড়ে মার খাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে। সেই সঙ্গে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। এমন মৃত্যুর মিছিলে শরিক হতে হয়েছে জয়নব আল-কুলাকের স্বজন দেরও। একজন নয়, দুজন নয়, ২২ জনকে হারিয়েছেন তিনি।
সংবাদ: 3471931 প্রকাশের তারিখ : 2022/05/31