কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বৃহস্পতিবার যোহরের নামাজের পর ‘ইমাম হুসাইন (আ.)’ মসজিদ থেকে সকলকে বের করে দিয়ে মসজিদের দরজা বন্ধ করে দিয়ে সেদেশের নিরাপত্তা বাহিনী। এছাড়াও মিশরীয় নিরাপত্তা বাহিনী এব্যাপারে সাংবাদিকদের হস্তক্ষেপ করতে নিষেধ করেছে।
রেওয়ায়েত অনুযায়ী, এই মসজিদের ভিতরে ইমাম হুসাইন (আ.)এর নূরানি মাথা দাফন করা হয়েছে এবং এই পবিত্র মাথা যিয়ারত করা মুস্তাহাব।
মিশরে চরমপন্থি সালাফীরা চলতি বছরে মুহররম মাসের শুরুতেই আশুরার শোকানুষ্ঠান পালনের বিরোধিতা করে।
‘ইমাম হুসাইন (আ.)’ মসজিদ বন্ধের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র পরিচালক ‘শেখ সাবুরী এবাদেহ’ বলে, সংক্রামক রোগ সংক্রমণের (ছোয়াছে রোগ বিস্তারের) আশংকায় এই মসজিদটি আশুরার দিনে বন্ধ করা হয়েছে!
1317527