কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের শিক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা জারি অব্যাহত থাকবে। কারণ এই সিদ্ধান্ত সংসদ ভবনের।
ফ্রান্সে গত বছরে কমিউনিস্ট দল নিজেদের রাজনৈতিক নীতিতে প্রচার করেছে গত দশ বছর পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী হিজাব পরিধানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ২০১১ সালে জনসাধারণের মধ্যে হিজাব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর ফলে ফ্রান্সের পঞ্চাশ লাখ মুসলমান অধিবাসী ক্ষুব্ধ এবং বিভিন্ন ইসলামী সংগঠনগুলো ইসলামী হিজাব নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা প্রকাশ করেছে।