ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘এসকাফ ডমিটার এসমিরানাফ’ আরও বলেন: রাশিয়ার স্থানী জনসংখ্যা হ্রাস এবং শিশুদের সংখ্যার বৃদ্ধির হাড় কমে যাওয়ার ফলে রাশিয়ার নিরাপত্তা অত্যন্ত হুমকি স্বরূপ।
পরিবার বিষয়ক কমিশন এবং রাশিয়ান মা ও সন্তান নামক অর্থোডক্স চার্চ সেদেশের অধিবাসীদের নিকট সন্তান জন্ম দেওয়া এবং পরিবার গঠনের ক্ষেত্রে মুসলমান বিশেষ করে তাজিকিস্তানদের অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। সকল ইস্রাহিমি ধর্মে পরিবার গঠনের ক্ষেত্রে প্রশংসা করা হয়েছে।
এসকল সংগঠন সেদেশের জনগণের উদ্দেশ্য বলেছে, সকল প্রকার রাজনৈতিক চিন্তা ভাবনা বাদ দিয়ে দেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে লক্ষ রাখা উচিত।
1347432