IQNA

মুসলমানদের জন্য চালু হল সামাজিক নেটওয়ার্ক

7:39 - February 24, 2014
সংবাদ: 1378984
আন্তর্জাতিক বিভাগ: একদল মুসলিম তরুণ, মুসলমানদের জন্য ফেজবুকের মত একটি নতুন সামাজিক নেটওয়ার্ক চালু করেছে।

‘Islamic Life’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামি তাজ নামক সামাজিক নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ‘নাদের ইয়াহিয়া আল-কিনি’য়ী’ এ ব্যাপারে জানিয়েছেন: “ইসলামের প্রতি বেশি করে আকর্ষণ এবং ইসলাম সম্পর্কে অধিক জ্ঞান অর্জনের উদ্দেশ্য এ সামাজিক নেটওয়ার্ক চালু করা হয়েছে”।
উক্ত সামাজিক নেটওয়ার্ক চালু করার পর থেকে যারা এর সদস্য হয়েছে, তারা অন্যান্য সামাজিক নেটওয়ার্ক সঙ্গে ইসলামি তাজ সামাজিক নেটওয়ার্কের পার্থক্যটা বুঝতে পেরেছে। ইসলামি তাজ সামাজিক নেটওয়ার্কসটি যুবকদের কর্ম, বয়স এবং সময়ের মূল্য দেওয়ার প্রতি উৎসাহিত করে।
এ সামাজিক নেটওয়ার্কটি সারা বিশ্বে স্বেচ্ছাসেবক কর্তৃক পরিচালিত হচ্ছে। সামাজিক নেটওয়ার্কটি পরিদর্শনের জন্য  এখানে (http://www.islamtag.com/) ক্লিক করুন।
1378883

captcha