কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গত সপ্তাহে ফিলিপাইনের মহিলারা হিজাবের আলোকে এক প্রচারাভিযান শুরু করেছে। এ প্রচারাভিযানের মাধ্যমে ফিলিপাইনের মুসলিম ও অমুসলিম নারীগণ স্বাধীন ভাবে হিজাব পরার ব্যাপারে একমত প্রকাশ করেছে। অমুসলিম নারীগণ মুসলিম নারীগণের সহায়তায় হিজাব পরেছে এবং প্রতিটি মুসলিম নারীর জন্য হিজাব স্বাধীনতার প্রতীক হিসেবে অভিহিত করেছে।
উক্ত প্রচারাভিযানে বহু অমুসলিম নারীগণ উপস্থিত ছিলেন এবং এ প্রচারাভিযানের মাধ্যমে সকল নারীগণ বুঝিয়েছেন যে, প্রতিটি মুসলিম নারীদের জন্য হিজাব স্বাধীনতার প্রতীক।
হিজাবের প্রতি অমুসলিম নারীদের সমর্থন হতে বোঝা যায় যে, তারা মুসলিম মহিলাদের সম্মান করে।
এধরনের প্রচারাভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামি হিজাব সম্পর্কে খারাপ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা।
67336