IQNA

বিশকেকে নির্মিত হচ্ছে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ

8:42 - March 08, 2014
সংবাদ: 1383972
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের সহযোগিতায় কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদের নির্মাণ করা শুরু হয়েছে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশকেকে, মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
৭০ মিটার উচ্চার এ মসজিদটি নির্মাণ কাজ গত বছর শুরু করা হয়েছে এবং বর্তমানে মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে।
উক্ত মসজিদটি দুই হেক্টর জমির উপর নির্মাণ করা হচ্ছে এবং ১৩০০ বর্গ মিটার জমির উপর মসজিদটির ভিত্তি স্থাপন করা হয়েছে। মসজিদটিতে মোট ৪টি মিনার নির্মাণ করা হবে যার মধ্যে ২টি মিনার নির্মাণ করা হয়েছে।
মসজিদটির ইমাম সাহেবের জন্য একটি অফিস এবং ওযু করার জন্য ওযুখানা নির্মাণ করা হবে।
ধারণা করা হচ্ছে মসজিদটির নির্মাণ কাজ  ২০১৫ সালের মধ্যে সম্পন্ন হবে।
1382732

captcha