IQNA

ইরাকে ইসলামী সাংস্কৃতিক ম্যাগাজিন ‘আল-রিসালত’ প্রকাশিত

12:22 - March 27, 2014
সংবাদ: 1389540
আন্তর্জাতিক বিভাগ: ‘আল-রিসালত’ ম্যাগাজিনের মূল বিষয় বস্তু হিসেবে আমেরিকার অশুভ উদ্দেশ্যের আলোকে ইরানের ইসলামী বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর বক্তৃতা, মানবাধিকারের আলোকে প্রবন্ধ এবং তাকফিরিদের সম্পর্কে বিভিন্ন আয়াতুল্লাহর মন্তব্য সমূহ উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ইরাকের সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক প্রক্রিয়া, লেবাননে ইরানি সাংস্কৃতিক সেন্টার এবং দূতাবাসের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পিছনের ঘটনা, বাহরাইনে শিয়াদের দুর্দশা এবং বিভিন্ন ইসলামী দেশে ইসলামী জাগরণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
1389309

captcha