IQNA

ইস্তাম্বুলে ‘হযরত মুহাম্মাদ (সা.) প্রতি ভালোবাসা’ প্রদর্শনী অনুষ্ঠিত

16:07 - April 11, 2014
সংবাদ: 1392905
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসলামী শিল্প ও লিপিবিদ্যার আলোকে ‘১৪৪৩ বছর পর হযরত মুহাম্মাদ (সা.) প্রতি ভালোবাসা’ শিরোনামে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‘Islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনী ইস্তানবুলের টুয়িকাপি প্যালেস মিউজিয়ামে জনসাধারণের জন্য প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে।
‘হযরত মুহাম্মাদ (সা.) প্রতি ভালোবাসা’ প্রদর্শনীতে কুরআনের পাণ্ডুলিপি, হযরত মুহাম্মাদ (সা.) এর হাদিস এবং ১৫ থেকে ১৭ শতাব্দীর অন্তর্গত হযরত মুহাম্মাদ (সা.) এর হাদিসের আলোকে লিপিবিদ্যা সহ অন্যান্য ধর্মীয় শিল্প সমূহ দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
বলাবাহুল্য, ‘১৪৪৩ বছর পর হযরত মুহাম্মাদ (সা.) প্রতি ভালোবাসা’ শিরোনামে উক্ত প্রদর্শনী ১৫ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
1392834

captcha