IQNA

ওয়াশিংটনে পালিত হবে হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী

15:27 - April 18, 2014
সংবাদ: 1396664
আন্তর্জাতিক বিভাগ: হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ১৯শে এপ্রিলে উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব অনুষ্ঠানে নবী-নন্দিনী এবং বেহেস্তে নারীদের নেত্রী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর জীবনীর আলোকে বক্তৃতা এবং আহলে বাইয়েতের শানে কবিতা পরিবেশন করা হবে। এছাড়াও যুবকদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উৎসব মাহফিল স্থানীয় সময় রাত ৮টায় আহলে বাইয়েতের ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

1395205

captcha