IQNA

ইরানী কবিদের স্মরণে মালয়েশিয়ায় বিশেষ অনুষ্ঠান

9:33 - April 26, 2014
সংবাদ: 1399544
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ইরানী কবিদের স্মরণে ৩য় মে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত অনুষ্ঠান ইরানের বিশিষ্ট কবি সাদি, ফেরদাউস এবং খৈয়ামের সম্মাননায় অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে মালয়েশিয়ার কবিগণ, বুদ্ধিজীবী এবং কবিতা ও সাহিত্যের প্রতি আগ্রহী ব্যক্তি মণ্ডলীদের উপস্থিত হওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন ইরানি কালচারাল কাউন্সিলার।
আগ্রহী ব্যক্তিমণ্ডলী নিজেদের লিখিত কবিতা এবং সাহিত্যে সমূহ Icro.kl90@gmail.com ইমেইল এড্রেসে প্রেরণ করতে পারেন।
বলাবাহুল্য উক্ত অনুষ্ঠান স্থানীয় সময় ১৭টায় শুরু হবে এবং ১৯টা পর্যন্ত অব্যাহত থাকবে।
1399360

captcha