‘tunisienumerique’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিউনিসিয়ার চাঁদ দেখা কমিটির প্রধান ‘মুহাম্মাদ শুকাত উদ্দাহ’ জানিয়েছেন: চলতি বছরে তিউনিসিয়ায় পবিত্র রমজান মাস ২৯শে জুনে শুরু হবে এবং বিগত ত্রিশ বছরের মধ্যে চলতি বছরে রোজাদারগণ দীর্ঘতম দিনে রোজা রাখার অভিজ্ঞতা অর্জন করবে।
তিনি আরও বলেছেন: চলতি বছরে তিউনিসিয়ার রোজাদার ব্যক্তিগণের জন্য ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে। বিগত ত্রিশ বছরের মধ্যে চলতি বছরের রমজান মাস নজিরবিহীন।
তিউনিসিয়ায় ২৮শে জুনে শাবান মাসের শেষ দিন এবং এ দিনে আগে পবিত্র রমজান মাসের চাঁদ বিশ্বের বহু দেশে দেখার সম্ভাবনা অনেক কম।
1400168