IQNA

হযরত ইমাম আলী আননাকী (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রাঙ্কফুর্টে শোক মজলিশ

23:04 - May 05, 2014
সংবাদ: 1403631
আন্তর্জাতিক বিভাগ: হযরত ইমাম আলী আননাকী (আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রাঙ্কফুর্ট ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ৩ই মে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোক মজলিশ ইমাম আলী আননাকী (আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বাইয়েত (আ.) ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে আহলে বাইয়েতের (আ.) এর শানে বক্তৃতা এবং মর্সিয়া পরিবেশন করা হয়।
উল্লেখ্য, উক্ত শোকানুষ্ঠান আহলে বাইয়েত (আ.) ভক্তদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়।
1402499

captcha