ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র-পত্রিকা বিষয়ক বিভাগের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : ইসলামি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমান পারাস্ত, সৌদি আরবের পূর্ব অঞ্চলীয় বিভিন্ন শহরের ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে এদেশের গোয়েন্দা বিভাগের সহিংস পদক্ষেপের বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। বিগত কয়েকদিনে এ সকল সহিংস পদক্ষেপে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছে।
সৌদি আরব সরকার এদেশের জনগণের ন্যায্য দাবীর প্রতি গুরুত্ব দেবে এবং জনগণের দাবীর বিরুদ্ধে সহিংসতা পরিহার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#1050622