IQNA

অনলাইনের বিবৃতিতে মায়েনমারের মুসলমানদের সমর্থন

15:59 - August 09, 2012
সংবাদ: 2389080
রাজনৈতিক বিভাগ: হল্যান্ডে অবস্থিত ইরানী ছাত্রবৃন্দ ফার্সি, আরবি এবং ইংলিশ ভাষায় অনলাইনে লিখিত একটি বিবৃতিতে মায়েনমারের মুসলমানদের সমর্থন করেছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হল্যান্ডে অবস্থিত ইরানী ছাত্রবৃন্দ অনলাইনে লিখিত একটি বিবৃতিতে মায়েনমারে মুসলমানদের হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য বিশ্ববাসীকে একত্রিত হতে বলেছে।
এছাড়াও উক্ত বিবৃতিতে উল্লেখিত একটি অংশে বলেছে, আপনারা জানেন, মায়েনমারের মুসলমানেরা বহু বছর ধরে অত্যাচারীদের অত্যাচার, বৈষম্য এবং সহিংসতার শিকার; দুর্ভাগ্যবশত, এদেশের মুসলমানদের প্রতি দিনে দিনে অত্যাচার বেরেই চলছে।
তারা আরও জানিয়েছেন, আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করেছি পৃথিবীর মানুষের নিকট মায়েনমারের অসহায় মুসলমানদের কথা ব্যক্ত করতে এবং আমাদেরই উচিত এই অসহায় মুসলমানদের পাশে দাঁড়ান।
1071123#

captcha