IQNA

স্কুলে হিজাব নিষেধাজ্ঞার প্রতিবাদ করল ফিলিপাইনের মুসলিম জনতা

10:26 - August 27, 2012
সংবাদ: 2399731
সামাজিক বিভাগ: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের ‘মিনডানা’ দ্বীপের স্কুল ছাত্রীদের হিজাব অবস্থায় প্রবেশের নিষেধাজ্ঞায়, এদেশের মুসলিম জনতারা প্রতিবাদ করেছে।
এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিপাইনের ‘মিনডানা’ দ্বীপের ক্যাথলিকদের স্কুলে মেয়েদের হিজাব (পর্দা) অবস্থায় প্রবেশের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ করেছে এদেশের মুসলিম জনতারা।
ক্যাথলিকদের নিয়মানুযায়ী পরিচালিত এই স্কুলটির কর্মকর্তা মণ্ডলী জানিয়েছেন, এই স্কুলের সকল নিয়ম ও কানুন, ক্যাথলিক চার্চের উপর ভিত্তি করে পরিচালনা করা হবে এবং অন্যান্য ধর্মীয় আইন রহিত করা হবে।
উল্লেখ্য যে, ক্যাথলিকদের এই নিয়ম বাতিল এবং অন্যান্য ধর্মের সম্মানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মুসলিম জনতারা এই অঞ্চলের প্রশাসকের নিকট একটি চিঠি লেখে।
1074775#
captcha