IQNA

সরকারের ইসলাম বিরোধী পদক্ষেপের নিন্দায় আযারবাইজান ইসলামিক পার্টি

20:00 - September 03, 2012
সংবাদ: 2404293
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : আযারবাইজান ইসলামিক পার্টি এক বিবৃতি প্রদান পূর্বক, এ দলের উপপ্রধানের পূনরায় গ্রেপ্তার ও সরকার কর্তৃক ইসলামপন্থীদের উপর চাপ বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এদেশের ইসলামি পার্টির জনসংযোগ বিভাগ গত বৃহস্পতিবার (৩১ শে আগস্ট) উক্ত বিবৃতিতে ঘোষণা করেছে যে, আযারবাইজান ইসলামিক পার্টি, অন্যায়ভাবে এ দলের উপপ্রধানের পূনরায় গ্রেপ্তারের নিন্দা জানায় এবং এ পদক্ষেপকে মানবাধিকার লঙ্ঘন, অধিকার ও স্বাধীনতার সীমাবদ্ধ করণ বলে জানে।
উক্ত বিবৃতিতে আযারবাইজান ইসলামি পার্টি, মিথ্যা ও ভ্রান্ত অভিযোগের ভিত্তিতে আযারবাইজানের নিরাপরাধ জনগণ গ্রেপ্তার বিষেশতঃ ইসলামিক পার্টির সদস্যদের গ্রেপ্তার বন্ধের লক্ষ্যে আইন প্রণয়ন ও বাস্তবায়নকারী সকল সংস্থার প্রতি আহবান জানিয়েছে।#1090349
captcha