IQNA

মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছে আজারবাইজানের মুসলমানেরা

0:14 - September 24, 2012
সংবাদ: 2418112
রাজনৈতিক বিভাগ: আজারবাইজানেরা ‘নর্দার্ন’ শহরের এল্ডার্স পরিষদ এক বিবৃতিতে ব্যক্ত করেছে, আজারবাইজানের মুসলিম জনতারা নবী করিম (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণ এবং প্রচারের জন্য তীব্র নিন্দা ব্যক্ত করেছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এল্ডার্স পরিষদ এক বিবৃতিতে আরও এসেছে, বিশ্বের অন্যান্য মুসলমানের সাথে এক হয়ে আজারি মুসলমানেরাও এই চলচ্চিত্রের তীব্র নিন্দা প্রকাশ করেছে এবং এই চলচ্চিত্র নির্মাণের সাথে যারা জড়িত রয়েছে তাদের শাস্তি প্রদানের কথা বলেছে।
লক্ষণীয় যে, আজারি মুসলমানেরা হযরত মোহাম্মাদ (সা.) এবং ইসলাম অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের পিছনে যারা জড়িত রয়েছে তাদের শাস্তির প্রত্যাশায় রয়েছে এবং এই চলচ্চিত্র প্রচারের পিছনে ইহুদীদের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে।
১৫ই সেপ্টেম্বর প্রকাশিত উক্ত বিবৃতিতে মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র প্রচার বন্ধের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
1100256
captcha