রাজনৈতিক ও সামাজিক বিভাগ : তুরস্কের বিশিষ্ট লেখক ও গবেষক মুহাম্মাদ আরাগ লু, অবমাননাকর চলচ্চিত্রের প্রতিবাদে আয়োজিত সম্মেলনে বলেন : বলদর্পী দেশগুলো তাদের শক্তির উপর নির্ভর করে মুসলমানদের উপর অত্যাচার করে এবং তাদের পবিত্র বিষয়াদির প্রতি অবমাননা করে থাকে, কিন্তু তাদের এ অপছন্দনীয় কাজই মুসলমানদের জাগ্রত হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তুরস্কের দিয়ারবাক্র শহরের ‘আঞ্জুমানে হিজমাত-এ ইসলামি’র উদ্যোগে গত শুক্রবার আয়োজিত এ সম্মেলনে বলেন : মুসলমানদের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ এবং তাদের পবিত্র বিষয়াদির প্রতি অবমাননার নীতি বেশী দিন টিকবে না; কেননা তাদের এ ন্যাক্কারজনক পদক্ষেপের প্রতিবাদে ইসলাম ধর্মের অনুসারীরা জাগ্রত হয়েছে।
তিনি বলেন : ইসলামের শত্রুদের কর্তৃক –যাদের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল- ইসলাম ধর্মের প্রতি অবমাননা এবং মুসলমানদের উপর অত্যাচারের বিপরীতে মুসলমানদেরকে নিরব বসে থাকলে চলবে না, এ সকল অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
জনাব আরাগ লু বলেন : এ চলচ্চিত্রের নির্মাতার অনতিবিলম্বে শাস্তি প্রদান করতে হবে, আর আন্তর্জাতিক সমাজের উচিত এহেন ন্যাক্কারজনক পদক্ষেপের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক পদক্ষেপ গ্রহণ করা।#1109545