IQNA

সিরিয়ার সরকার বিরোধীদেরকে ৪৫ মিলিয়ন ডলার অর্থ সাহায্য দেবে যুক্তরাষ্ট্র

21:37 - September 30, 2012
সংবাদ: 2423151
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : নিউইয়র্কে ২০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এক সভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার সরকার বিরোধীদেরকে ৪৫ মিলিয়ন ডলার অর্থ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল শনিবার (২৯শে সেপ্টেম্বর) অনুষ্ঠিত উক্ত সভায় সিরিয়া সরকার বিরোধীদের ৯ জন উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এ সভায় সিরিয়ার সরকার বিরোধীদেরকে ৪৫ মিলিয়ন (সাড়ে ৪ কোটি) ডলার অর্থ সাহায্য প্রদানের প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন : সিরিয়ার বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে কোন পদক্ষেপ গ্রহণ করতে পিছুপা হবে না।
এদিকে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের লেবাননের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছে। তিনি এ সাক্ষাত অনুষ্ঠানে সিরিয়া ও লেবানন সীমান্তের মাঝে একটি পৃথককারী নতুন এলাকা সৃষ্টির বিষয়ে জোর বিরোধিতা করে, অতি দ্রুত সিরিয়া বিপর্যয়ের নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।#1110434
captcha