IQNA

বাহরাইনের ভিত্তিহীন দাবী নাকচ করলেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

20:07 - October 01, 2012
সংবাদ: 2423900
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : জাতিসংঘের সাধারণ পরিষদে, বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক উত্থাপিত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভ্যন্তরিন বিষয়ে ইরানের হস্তক্ষেপের ভিত্তিহীন দাবী নাকচ করে দিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও পত্র-পত্রিকা বিষয়ক বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতিসংঘের সাধারণ পরিষদে বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক উত্থাপিত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভ্যন্তরিন বিষয়ে ইরানের হস্তক্ষেপের ভিত্তিহীন দাবী নাকচ করে দিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত।
তিনি বলেন : এ ধরণের অভিযোগ পুরোনো একটি বিষয় এবং এর কোন কার্যকরীতা নেই। এ ধরণের দাবীর সাথে বাস্তবতার কোন মিল নেই বরং জনগণের ন্যায্য দাবী’র সঠিক জবাব দেয়া হতে পলায়নের উদ্দেশ্যে তারা এ ধরণের ভিত্তিহীন দাবী তুলেছে। আর এ ধরণের ভিত্তিহীন অভিযোগের উত্থাপন মধ্যপ্রাচ্যে কোন পরিবর্তন আনবে না।
জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানি তিনটি দ্বীপ আবু মুসা, তুম্বে কুচাক এবং তুম্বে বোযোর্গের বিষয়ে উত্থাপিত উদ্ভট দাবী নাকচ করে দিয়ে বলেছেন : এ ৩টি দ্বীপ ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিচ্ছেদ্য ভূখণ্ডের অন্তর্ভুক্ত এবং আগামীতেও এ দ্বীপ ইরানের ভূখণ্ডের অন্তর্ভুক্ত থাকবে।#1110816
captcha