বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : রাজধানী আস্তানার সিটি প্রসিকিউটর গতকাল ৮ই অক্টোবর ঘোষণা করেছেন : ধর্মীয় গ্রন্থ বিক্রয়ের অনুমোদন সমগ্র দেশে শুধুমাত্র ৭টি গ্রন্থ বিপনীকে প্রদান করা হয়েছে।
ধর্মীয় বিষয় ও ইসলামি সংস্থা সংশ্লিষ্ট আইনের ভিত্তিতে উগ্রতাবাদী চিন্তাধারা সম্বলিত গ্রন্থ –বিশেষতঃ ওয়াহাবী চিন্তাধারা- প্রকাশ ও প্রচার রোধে শুধুমাত্র এ ৭টি গ্রন্থ বিপনীকে ধর্মীয় গ্রন্থ বিক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া অন্য সকল স্থানে ধর্মীয় গ্রন্থ বিক্রয় ও বিতরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উক্ত ঘোষণার ভিত্তিতে এ আইন ভঙ্গকারীকে নগদ অর্থ জরিমানা করার পাশাপাশি তার বই বিক্রয়ের অনুমোদন বাতিল করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#1116065