আফ্রিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তানজানিয়ার রাজধানী দারুস সালামের মুসলমানেরা এবছরে সমষ্টিগত ভাবে কোরবানি ঈদের নামাজ পরার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। পবিত্র ঈদের নামাজ ‘শেখ জালাল হামিদ জালালির’ ইমামতে অনুষ্ঠিত হবে।
এছাড়াও এ শহরের কিঘুঘু অঞ্চলের মুসলমানেরাও ‘ইমাম ছাদেক (আ.)’ মাদ্রাসা পাশে এই মসজিদে ঈদের নামাজে উপস্থিত হবেন।
1120913