IQNA

ঈদে গাদির উপলক্ষে তুরস্কের শিয়ার বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপন করবে

22:59 - November 03, 2012
সংবাদ: 2442039
সামাজিক বিভাগ: তুরস্কের ইস্তাম্বুল, বুরসা, ইগদার শহরে ঈদে গাদির উপলক্ষে এদেশের শিয়া আঞ্জুমানগুলোর পক্ষ থেকে ৩য় ও ৪র্থ নভেম্বরে বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ঈদে গাদির উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান তুরস্কের ইগদার শহরের ‘ইনজি’ কমিউনিটি সেন্টারে ইরানের আরদেবিল প্রদেশের জুম্মার নামাজের ইমাম ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাসান অমেলী’ এবং আহলে বায়েত প্রেমীদের উপস্থিতিতে ৩য় নভেম্বর শুক্রবারে স্থানীয় সময় দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ৪র্থ নভেম্বরে ‘আহলে বায়েত (আ.)’ আঞ্জুমানের পক্ষ থেকে বুরসা শহরে স্থানীয় সময় দুপুর এক ঘটিকায় এবং ইস্তাম্বুলে স্থানীয় সময় সন্ধ্যা সাত ঘটিকায় বৈচিত্র্যপূর্ণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
1129072

captcha