IQNA

ভারতে ‘ইসলাম প্রচার ও প্রসারে নারীর ভূমিকা’ নামক সম্মেলন অনুষ্ঠিত

20:11 - November 08, 2012
সংবাদ: 2444862
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনা শহরে কুরআন ইন্সটিটিউটের পক্ষ থেকে ১১ই নভেম্বরে ‘ইসলাম প্রচার ও প্রসারে নারীর ভূমিকা’ নামক সম্মেলন অনুষ্ঠিত হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লাখনা শহরের কুরআন ইন্সটিটিউটের প্রধান ‘কামার আলম’ জানিয়েছেন, এই সম্মেলনে ভরতের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং বিশেষজ্ঞমণ্ডলী, ইসলাম প্রচার ও প্রসারে নারীর ভূমিকার আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
মুসলিম কেন্দ্রীয় সংস্থার সদস্য ‘নাসিম সাফিয়া’, রাবেয়া বেগম, আফরোজা গাজালা, ফাতেমা রাজাভি বর্তমান সমাজে ইসলামি পরিবেশ গঠনে নারীর ভূমিকা এবং সঠিক পন্থায় শিশু পতিপালনের আলোকে বিশেষ বক্তৃতা পেশ করবে।
‘কামার আলম’ আরও জানান, এই সম্মেলন স্থলীয় সময় বিকাল ৫টায় শুরু হবে। এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ, বিশেষজ্ঞ, ধর্মীয় পণ্ডিত মহোদয় এবং মুসলিম নারীদের উপস্থিতিতে ‘ইসলাম প্রচার ও প্রসারে নারীর ভূমিকা’ নামক সম্মেলন অনুষ্ঠিত হবে।
1133092
captcha