IQNA

লাহোরে শীর্ষ সম্মেলন ‘দর্শনের দৃষ্টিতে শাহাদাত’ অনুষ্ঠিত

22:40 - November 08, 2012
সংবাদ: 2444875
চিন্তা বিভাগ: পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের লাহোর শহরে ৬ষ্ঠ নভেম্বরে ‘আল মাসুদ’ সেমিনার কক্ষে ‘দর্শনের দৃষ্টিতে শাহাদাত’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষ সম্মেলন স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে দর্শনের দৃষ্টিতে শাহাদাত এবং বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের কারণ পর্যালোচনা করা হয়েছে।
সম্মেলনে ‘আল-কোরআন’ আঞ্জুমানের প্রধান ‘আল্লামা হাফিজ মোহাম্মাদ খান’ দর্শনের দৃষ্টিতে শাহাদাত এবং বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ জানিয়ে বিশেষ বক্তৃতা পেশ করেছেন।
‘দর্শনের দৃষ্টিতে শাহাদাত’ শীর্ষ সম্মেলনে এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ, ইসলামিক চিন্তাবিদ, লাহোরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, ইসলামিক নেতাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় উপস্থিত ছিলেন।
1132393
captcha