IQNA

রাশিয়ায় ‘ইসলামি চলচ্চিত্র দিবস’ উৎসব অনুষ্ঠিত হবে

21:49 - November 10, 2012
সংবাদ: 2445778
শিল্প বিভাগ: রাশিয়ার ‘ইরখুটস্ক’ শহরে শিল্পকলা সিনেমা হলে ২৩ এবং ২৪শে নভেম্বরে ‘ইসলামি চলচ্চিত্র দিবস’ উপলক্ষে প্রথম উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’ রিপোর্ট: চলচ্চিত্র বিষয়ক এই উৎসব অনুষ্ঠান তাতার যুব কেন্দ্রের সহযোগিতায় ‘মওজ বৈকাল’ শহরের সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
উক্ত উৎসব অনুষ্ঠানে কাজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী ইরান, ইন্দোনেশিয়া এবং জর্ডানের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এই চলচ্চিত্র উৎসবের উপান্তে এই শহরের জামে মসজিদের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মুসলিম জীবন এবং সংস্কৃতিকে এদেশের অধিবাসীদের মধ্যে বেশি করে পরিচিত করার উদ্দেশ্য এই উৎসব অনুষ্ঠান উদযাপন হবে।
1134034
captcha