IQNA

থাইল্যান্ডে ইমাম হোসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে

12:20 - November 12, 2012
সংবাদ: 2446848
সামাজিক বিভাগ: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবাসকৃত ইরানী অধিবাসীরা ইমাম হোসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসের প্রথম দশ দিনে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন করবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: থাইল্যান্ডে বসবাসকৃত ইরানী অধিবাসীরা অন্যান্য বছরের মত এই বছরেও ইমাম হোসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন করবে।
উক্ত শোকানুষ্ঠান ১৫ই নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। স্থানী সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে এই শোকানুষ্ঠান শুরু হবে। এই শোকানুষ্ঠান, ব্যাংককের বেলায়েত হোসাইনিয়াতে মাগরিবের নামাজের পর জিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে শুরু হবে। এছাড়াও ইমাম হোসাইন (আ.)এর মর্যাদাপূর্ণ জীবনের আলোকে বিশেষ বক্তব্য পেশ করা হবে।
1134756
captcha