কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাহরাইন ইসলামী সংস্থার প্রধান ‘হিশামুল ছাবাগ’ এদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতি দৃষ্টি রেখে বলেন, অলে খলিফার সামরিক বাহিনী ইমাম হোসাইন (আ.)এর শোকানুষ্ঠানে অন্যায় ভাবে হামলা চালিয়ে বহু যুবকদের গ্রেফতার করেছে।
তিনি এই শোকানুষ্ঠানে হামলা করার কারণে নিন্দা প্রকাশ করে বলেন, অলে খলিফার সামরিক বাহিনী তীব্র ভাবে অজাদারিদের উপর হামলা করে। এই শোকানুষ্ঠানের পরিচালক মণ্ডলীদের গ্রেফতার করে এবং তাদের উপর নির্যাতন করে।
1138892