IQNA

গাজায় ইসরাইলির হামলার প্রতিবাদে পাকিস্তান জনতার বিক্ষোভ

20:43 - November 20, 2012
সংবাদ: 2452107
রাজনৈতিক বিভাগ: গাজায় ইসরাইলির হামলা এবং এই হামলায় ইসলামী দেশগুলোর নীরবতার প্রতিবাদ পাকিস্তানের বিভিন্ন শহরের মুসলমানেরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজের প্রতিবাদ ব্যক্ত করেন।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত বিক্ষোভ মিছিলে ইসলামিক এবং রাজনৈতিক সংস্থা ‘মেনহাজুল কোরআন’, ‘ইসলামি ছাত্র সংগঠন’ এবং ‘ইসলামী ওলামা সংগঠনের’ উদ্যোগে ১৭ই এবং ১৮ই নভেম্বরে করাচী, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, মুলতান, জাহনাঘ, হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ মিছিলে বিক্ষোভকারীরা বিভিন্ন ইসলামী সংগঠনের পতাকা নিয়ে ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগান এবং এই হামলায় ইসলামী দেশগুলোর নীরবতার নিন্দা প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা এই বিক্ষোভের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ইসলামিক সংস্থা এবং ইসলামিক নেতাদের একত্রিত হয়ে জায়নবাদিদের এই অত্যাচারের প্রতিবাদের আহ্বান জানিয়েছে।
1140327
captcha