IQNA

ভারতবাসী গাজায় হামলার কারণে ইসরাইলকে নিন্দা জানিয়েছে

11:34 - November 23, 2012
সংবাদ: 2453158
রাজনৈতিক বিভাগ: ভারতে বিভিন্ন শহরের অধিবাসীরা গাজায় হামলার কারণে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ইসরাইলকে কঠোর ভাবে নিন্দা প্রকাশ করেছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বিক্ষোভ মিছিল এদেশের বিভিন্ন ইসলামিক ও রাজনৈতিক সংস্থার পক্ষ থেকে ১৮ই নভেম্বরে এদেশের দিল্লি, বেঙ্গালুরু, বারাণসী এবং লাখনা শহর সহ অন্যান্য শহরে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইসরাইল নিপাত যাক’ শ্লোগান প্রদান করে। এবং মুসলিম দেশগুলোর নীরবতার প্রতিবাদও জানিয়েছে।
উল্লেখ্য যে, উক্ত প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট গাজায় জায়নবাদিদের এই অপরাধ মূলক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
1140831

captcha