IQNA

পাকিস্তানে এক খৃস্টান পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ

23:49 - December 08, 2012
সংবাদ: 2460137
সামাজিক বিভাগ: পাকিস্তানের সিন্ধু প্রদেশে ‘মিরপুর খাস’ শহরে এক খৃষ্টান পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই পরিবারের সদস্যবৃন্দ ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে জানিয়েছে, মুসলমানদের সঙ্গে সাহচর্য্য এবং বন্ধুত্ব থাকার কারণে আমারা ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারি এবং ইসলাম ধর্ম সম্পর্কে লিখিত বিভিন্ন বই পড়ে জানতে পেরেছি যে, একমাত্র ইসলাম ধর্মই সঠিক আর একারণে আমারা স্বেচ্ছাই ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

এই পরিবার ‘মিরপুর খাস’ শহরের জামে মসজিদের খতিবের নিকট কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাঁচ সদস্যের এই পরিবারের সকলের নাম পরিবর্তন করে ফাতিমা, আয়েশা, মোহাম্মাদ, আলী এবং আসমা রেখেছেন।
1149874

captcha