IQNA

সিরিয়ায় বিচারপতির ভবনে বোমা বিস্ফোরণ

20:57 - December 12, 2012
সংবাদ: 2462928
অন্তর্জাতিক বিভাগ: সিরিয়ার সরকারী সংবাদ সংস্থা জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের বিচারপতির ভবনে দুইটি বোমা বিস্ফোরণ হয়েছে।
সিরিয়া সংবাদ সংস্থা ‘SUNA’এর বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পূর্ব পরিকল্পনা মোতাবেক বিচারপতির ভবনের পিছনে দুইটি গাড়ীতে এই দুইটি বোমা সন্ত্রাসীরা রেখে গিয়েছিল এবং ১২ই ডিসেম্বর দুপুরের পরে এই দুইটি বোমা বিস্ফারিত.হয়।

বোমা বিস্ফোরণের কারণে একজন সিরিয়ান নাগরিক গুরুত্বর আহত হয়েছে এবং বিচারপতি ভবন, বেশ কয়েকটি গাড়ী ও কয়েকটি দোকান ব্যাপক ভাবে ক্ষতি গ্রন্থ হয়।

প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার ‘রীফ দামেস্ক’ প্রদেশের ‘Jrmana’ শহরে ১২ই ডিসেম্বর সকালে সন্ত্রাসীরা আরও দুইটি বোমা বিস্ফোরণ করে। এই বিস্ফোরণের কারণে এক জন নিহত এবং চার জন আহত হয়।
1152823

captcha